আজকাল ওয়েবডেস্ক: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের বিশালাকায় ওই স্টেডিয়ামে হ্যারির রউফকে মারা ওই দুটো ছক্কা এখনও ক্রিকেটভক্তদের স্মৃতিতে টাটকা।
চলতি মাসের ২৩ তারিখ রক্তের গতি বাড়িয়ে দেওয়া সেই ম্যাচ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি ভারত ও পাকিস্তান। সেই ম্যাচে কি পাকিস্তান পাবে স্পিডস্টার হ্যারিস রউফকে?
কথায় বলে, পাকিস্তানে প্রতি মুহূর্তে জন্ম নিচ্ছেন পেস বোলার। আবার ভারত সমাদৃত ব্যাটার তৈরি করার জন্য।
ঠিক সময়ের মধ্যে যদি হ্যারিস রউফ ফিট না হয়ে ওঠেন, তাহলে সমস্যা বাড়বে পাকিস্তানের। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান-নিউ জিল্যান্ড ম্যাচে পাঁজরে টান অনুভব করেন হ্যারিস রউফ। ৮ তারিখ ছিল সেই ম্যাচ। হ্যারিস রউফ ৬.২ ওভার বল করেছিলেন সেই ম্যাচে। তার পরে আর ব্যাট করতে নামেননি রউফ।
পিসিবি কিন্তু পাক তারকা পেসারকে নিয়ে আশার কথা শোনাচ্ছে। পিসিবি জানিয়েছে, বাঁ দিকের পাঁজরে ব্যথা রয়েছে রউফের।
তবে চ্যাম্পিয়ন্স ট্রফির বল গড়ানোর আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন। রউফকে নিয়ে ধীরে চলো নীতি নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
১২ ফেব্রুয়ারির দক্ষিণ আফ্রিকা ম্যাচে পাকিস্তান কিন্তু নামাবে না হ্যারিস রউফকে। উদ্দেশ্য একটাই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পুরোদস্তুর সুস্থ হ্যারিস রউফকে পাওয়া।
গ্রুপ এ-তে রয়েছে পাকিস্তান। ভারত, নিউ জিল্যান্ড ও বাংলাদেশের সঙ্গে রয়েছে মহম্মদ রিজওয়ানের দল। ২৩ ফেব্রুয়ারি সেই ধুন্ধুমার ম্যাচ।
